অষ্টম ও মাধ্যমিক পাশে রাজ্যে গ্রুপ সি ও ডি পদে প্রচুর নিয়োগ, এখনই আবেদন করুন – WB Govt Job Recruitment

WB Govt Job Recruitment :আপনি কি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি করতে চান? দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন? এবার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গের জেলা কোর্টে চাকরির দারুন সুযোগ রয়েছে আপনার হাতে। এবার জেলা কোর্টের অধীনে গ্রুপ সি থেকে গ্রুপ ডি বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে একাধিক শূন্য পদে রয়েছে। অষ্টম থেকে উচ্চ যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে আবেদন করার সুযোগ রয়েছে। আপনি যদি রাজ্য সরকারের এই সমস্ত পদগুলিতে আবেদন জানাতে ইচ্ছুক হন এবং এ নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন। আসুন তাহলে নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা যাক –

wb govt job recruitment

প্রথমে আলোচনা করা যাক কি কি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে :

ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের বেশ কয়েক ধরনের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যা নিচে উল্লেখ করা হলো –

  • স্টেনোগ্রাফার 
  • লোয়ার ডিভিশন ক্লার্ক 
  • প্রসেস সার্ভার 
  • গ্রুপ ডি

 

শিক্ষাগত যোগ্যতা সমূহ : এক্ষেত্রে যদিও ন্যূনতম অষ্টম পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন তবে স্টেনোগ্রাফার এবং লোড ডিভিশন ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে এবং অন্য দুই গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাস থাকলে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং টাইপিং স্পিড ভালো থাকতে হবে উপরোক্ত দুই পদের জন্য। 

 

বয়স সীমা : যে সমস্ত চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত চাকরিপ্রার্থীদের বয়স থাকতে হবে নূন্যতম ১৮ বছর তবে স্টোনোগ্রাফার পদের জন্য সর্বাধিক ৩২ বছর এবং অন্য সমস্ত পদের জন্য সর্বাধিক ৪০ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে। এর পাশাপাশি সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পেয়ে যাবেন। 

 

মাসিক বেতন সমূহ : এক্ষেত্রে যেহেতু বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে তাই মাসিক বেতন পদ অনুযায়ী আলাদা আলাদা হবে। রাজ্য সরকারের পেলেপেল অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে মাসিক বেতন দেওয়া হবে। 

Recruitment ByDistrict Court
Posts NameLDC,Stenographer, Group D
Qualification8th/10th + Computer
Age Limit18-40 Years
Application ModeOnline
Date Of Application28-02-2025
Recruitment ProcessWritten And Interview

এবার প্রশ্ন হল কিভাবে আবেদন জানাতে হবে :

যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের অনলাইন মাধ্যমে ফরম ফিলাপ প্রক্রিয়া সম্পাদন করতে হয় –

  • অনলাইনে ফরম ফিলাপ করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যা জেলা কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট অথবা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট হবে 
  • এরপর প্রার্থীদের সংশ্লিষ্ট আবেদন link খুঁজে নিতে হবে 
  • আবেদন প্রক্রিয়া শুরু করার প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে যেখানে বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস থাকা জরুরী 
  • এরপর প্রার্থীদের লগইন করে পুরো ফরম ফিলাপ প্রক্রিয়া শুরু করতে হবে এবং জরুরি তথ্য পূরণ করতে হবে 
  • আবেদন চলাকালীন প্রার্থীদের নির্দেশমত কিছু জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে যা পূর্বে স্ক্যান করে রাখতে হবে 
  • এরপর প্রার্থীদের ক্যাটাগরি অনুযায়ী এবং পদ অনুযায়ী আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন 
  • সবশেষে প্রার্থীদের জন্য ফাইনাল সাবমিট অপশন আসবে যা একবার যাচাই করে ক্লিক করে ফাইনাল সাবমিট করে নিবেন 

 

আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস যা সাথে রাখতে পারেন : 

আবেদন করার সময় বেশ কিছু জরুরি ডকুমেন্টস আপলোড নেওয়া হবে এমন কিছু ডকুমেন্টস এর তথ্য যাওয়া হবে -মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বয়সের প্রমাণপত্র, জাতিগত সংসায় পত্র, ভোটার কার্ড কিন্তু আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য। 

 

নিয়োগ পদ্ধতি : 

এক্ষেত্রে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদ অনুযায়ী আলাদা আলাদা পদ্ধতি অবলম্বন করে নিয়োগ করা হবে। 

গ্রুপ ডি পদের ক্ষেত্রে এক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে অন্য বিপদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর পাশাপাশি কম্পিউটার টেস্টও নেওয়া হবে। নিয়োগ পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন। 

 

আবেদন করার তারিখ সমূহ : যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে চাই তারা অনলাইন মাধ্যমে ফরম ফিলাপ করতে পারবেন ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। 

 

আবেদন করার পূর্বে প্রার্থীরা অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত জেনে নিবেন – 

Official Website : Click Here

RECENT JOB
RECENT JOB

RecentJob.IN is online job news portal that helps job aspirant to find any job news nearest of his/her. So do follow us regularly and join us in TELEGRAM & WHATSAPP also. THANK YOU