SBI ATM Franchise Business : আপনি কী বেকার অথবা চাকরিজাবি? এবার সকলের জন্য দারুণ সুসংবাদ। এবার দেশের অন্যতম বিখ্যাত ব্যাংকে দ্বারা প্রতি মাসে বিপুল টাকা আয় করার সুযোগ দেওয়া হচ্ছে। এবার এসবিআই ব্যাংকের সঙ্গে ব্যবসা করে আপনি ঘরে বসে মাসের ৭০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। হ্যা! আপনি ঠিকই শুনেছেন। মাস গেলে হাতে আসবে হাজার হাজার টাকা। আসুন তাহলে এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কীভাবে এত আয় করা সম্ভব অথবা কী ধরনের ব্যবসা করতে হবে? নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল।
আজকে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংশ্লিষ্ট ব্যবসার সম্পর্কে বলতে চাচ্ছি সেটি হল এটিএম ফ্রাঞ্চাইজি ব্যবসা। এবার আপনি ঘরে বসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম ফ্রাঞ্চাইজি নিয়ে মাসে মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন যা একটি চাকরির থেকেও বেশি হতে পারে। তাহলে আর দেরি না করে ভারতের সর্ববৃহৎ ব্যাংকের সঙ্গে এটিএম ফ্রাঞ্চাইজি নিয়ে শুরু করতে পারেন আপনার ব্যবসা। এই ব্যবসা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য নিচে ধাপে ধাপে দেওয়া রয়েছে। SBI ATM Franchise Business
SBI ATM ফ্রাঞ্চাইজি পাওয়ার যোগ্যতা ও শর্ত সমূহ :
ভারতীয় স্টেট ব্যাংকের এটিএম ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। সত্য বলে নির্মমরূপ আলোচিত :
- স্থান: সাধারনত এটিএম স্থাপনের জন্য ব্যস্ত এলাকা বা জনবহুল এলাকা দরকার , যেমন বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, মার্কেট এলাকা, সরকারি অফিস আদালত বা হাসপাতালের কাছাকাছি জায়গা বেছে নিতে হবে।
- জায়গার পরিমাণ :এর জন্য কমপক্ষে 50-80 বর্গফুট জায়গা থাকতে হবে, যেখানে এটিএম বসানো সম্ভব এবং অবশ্যই গ্রাউন্ড ফ্লোর হতে হবে ।
- বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ: অবশ্যই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ব্রডব্যান্ড বা V-SAT সংযোগ থাকা বাধ্যতামূলক।
- সুরক্ষা ব্যবস্থা: এক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা, বাউন্ডারি ওয়াল এবং অন্যান্য নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে।
- মুলধনের পরিমান: এটিএমে পর্যাপ্ত নগদ সরবরাহ নিশ্চিত করার জন্য ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস (CMS) সংস্থার সঙ্গে চুক্তি করতে হবে।
SBI ATM ফ্রাঞ্চাইজি নেওয়ার আবেদন পদ্ধতি দেখেনিন
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সরাসরি এটিএম ফ্রাঞ্চাইজি প্রদান করে না, বরং কিছু নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে এই পরিষেবা পরিচালনা করে থাকে। নিচে SBI-এর জন্য কাজ করা প্রধান কোম্পানিগুলির নাম দেওয়া হল:
- Tata Indicash
- AGS Transact
- Muthoot ATM
- India1 ATM
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম ফ্রাঞ্চাইজি পেতে হলে এই কোম্পানিগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
রাজ্য DM অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়াই সুযোগ – WB Govt Job Recruitment
কীভাবে আবেদন করবেন বা ডকুমেন্টস সমূহ:
- প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :
- প্যান কার্ড
- আধার কার্ড
- বাসিন্দা প্রমাণপত্র (বৈদ্যুতিক বিল বা রেশন কার্ড)
- ব্যাংক স্টেটমেন্ট
- এটিএম স্থানের কাগজপত্র বা ভাড়া নিয়ে তার চুক্তির কাগজপত্র
- GST রেজিস্ট্রেশন (যদি প্রযোজ্য হয়)
- আবেদন করতে অবশ্যই সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে যেখানে আপনি আবেদন জানাতে চান
- এরপর আবেদন যাচাই ও অনুমোদন প্রক্রিয়া: আবেদন করার পর কোম্পানি প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস যাচাই করবে এবং উপযুক্ত মনে হলে চুক্তির জন্য আপনাকে আমন্ত্রণ জানাবে।
- এরের এটিএম মেশিন ইনস্টলেশন ও অপারেশন শুরু করবে।
SBI এটিএম ফ্রাঞ্চাইজির আনুমানিক বিনিয়োগ ও আয় দেখুন
বিনিয়োগের পরিমাণ:
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম ফ্রাঞ্চাইজি নিতে আনুমানিক 5-10 লক্ষ টাকা বিনিয়োগ প্রয়োজন হতে পারে। তবে এলাকা ও প্রয়োজনীয় জিনিস অনুযায়ী পরিমাণ কমবেশি হতে পারে
- স্থানের রেন্ট ও অন্যান্য
- বিদ্যুৎ সংযোগ ব্যয় ও নিরাপত্তা ব্যয়
- এটিএম মেশিন সেটআপ (যদি প্রযোজ্য হয়)
- অন্যান্য
আনুমানিক আয় দেখুন :
SBI এটিএম ফ্রাঞ্চাইজি থেকে মূলত দুটি উপায়ে আয় যায় :
- প্রতি ক্যাশ তুলতে কমিশন: SBI প্রতি লেনদেনের জন্য 8-15 টাকা কমিশন প্রদান করে।এবার আপনার লেনদেনের উপর ভিত্তি করবে মোট আয়
- অন্য কাজ থেকে আয় : ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্টের মতো লেনদেন থেকেও কিছু কমিশন পাওয়া যায়।
উদাহরণস্বরূপ, যদি প্রতিদিন 300 লেনদেন হয় এবং প্রতি লেনদেনে 10 টাকা কমিশন পাওয়া যায়, তাহলে মাসিক আয় হতে পারে: 300 ×30×10 = 90,000 টাকা
নির্দিষ্ট খরচ বাদ দিয়ে আনুমানিক মাসিক লাভ হতে পারে 40,000-70,000 টাকা পর্যন্ত।
এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন।