রাজ্য স্বাস্থ্য দপ্তরে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে আবেদন করুন -WB Government Health Recruitment

wb government health recruitment

WB Government Health Recruitment : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজ্যের District Health & Family Welfare Samiti (DHFWS) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত পশ্চিমবঙ্গের এক জেলায় করা হবে। সংশ্লিষ্ট জেলার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও, রাজ্যের ২৩ টি জেলার চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- শূন্য পদের নাম, আবেদন যোগ্যতা, মাসিক বেতন, বয়স সীমা, আবেদন পদ্ধতি, আবেদন শেষ তারিখ এবং পার্থী বাছাই প্রক্রিয়া ইত্যাদি আলোচনা করা হলো।

পদের নাম:
সংশ্লিষ্ট জেলার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নাম হল Block Data Manager পদ।

বয়স:
ব্লক ডাটা ম্যানেজার পদে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ মধ্যে হতে হবে। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা যথা- Sc, St, Obc, Ews, আবেদনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সে ছাড় পাবেন।

বেতন:
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের মাসিক বেতন ২২,০০০ টাকা করে দেওয়া হবে। প্রাথমিক অবস্থায় ২২ হাজার টাকা বেতন থাকলেও পরবর্তীকালে বেতনের পরিমাণ ধাপে ধাপে বাড়বে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য সর্ব প্রথম আবেদন কারীকে এর অফিসের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসের ওয়েবসাইটে যাবার পর, বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীকালে সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদনের সময় চাকরি প্রার্থীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে। আবেদনের সবশেষে আবেদন ফি জমা করলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট:
১. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।

২. জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।

৩. আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।

৪. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার নথিপত্র।

৫. কম্পিউটার সার্টিফিকেট।

৬. পূর্ব কাজের অভিজ্ঞতার নথিপত্র।


আবেদন ফি:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য প্রয়োজন। এছাড়াও বিভিন্ন সংরক্ষন শ্রেণীর চাকরি প্রার্থীদের যথা- Sc , St, Obc, Ews আবেদন মূল্য হিসেবে ৫০ টাকা প্রয়োজন।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীদের মধ্যে যাদের গ্র্যাজুয়েট সম্পূর্ণ রয়েছে তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক এর পাশাপাশি আবেদনকারীকে diploma course in Computer Applications সম্পন্ন করে থাকতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থীদের  government sector ৩ বছর অথবা private sector ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

রাজ্যে অবশেষে স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন ৫৮,৫০০ টাকা -WB School Teachers Recruitment

বাছাই প্রক্রিয়া:

নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের সর্বপ্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন পরবর্তীকালে তাদের ইন্টারভিউ জন্য ডাকা হবে।

আবেদন তারিখ:
আগামী ৮ অক্টোবর থেকে অনলাইনে মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, যা চলবে আগামী ২২ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।

আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হল। আমরা কেবল অফিসিয়াল নোটিশ অনুযায়ী প্রতিবেদন রচনা করেছি। বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে।

রিসেন্টজব অনলাইন পোর্টালের মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর দিয়ে থাকি। যদি আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন? অথবা আপনি বিভিন্ন সরকারি প্রকল্প সহ ব্যবসার সম্পর্কীয় আপডেট পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। নিচে জয়েন করার জন্য চ্যানেল লিঙ্ক দেওয়া হল।

ঘরে বসে গুগল থেকে আয় করুন হাজার হাজার টাকা, শুরু করুন এই ৫ কাজ – Business Idea With Google 

RECENT JOB
RECENT JOB

RecentJob.IN is online job news portal that helps job aspirant to find any job news nearest of his/her. So do follow us regularly and join us in TELEGRAM & WHATSAPP also. THANK YOU