TATA গ্রুপে নতুন করে 5 লক্ষ চাকরি, কোন সেক্টরের হিসেবে কী? দেখুন বিস্তারিত

৫ লক্ষ চাকরি দেবে টাটা গ্রুপ অফ কোম্পানি। সাম্প্রতিক টাটা গ্রুপের কর্ণধর রতন টাটা মৃত্যু ঘটেছে। তার মৃত্যুতে ভারতসহ গোটা বিশ্বে গভীর শোকের ছায়া পড়েছে। কারণ রতন টাটা ইয়ং জেনারেশন থেকে শুরু করে সকলের আইকন হিসেবে পরিচিত।

TATA Company রতন টাটার হাত ধরে 

রতনটাটার হাত ধরেই টাটা গ্রুপ অফ কোম্পানি সাফল্যের চরম শিখরে পৌঁছেছে। বর্তমানে সেই টাটা গ্রুপের তরফে আগামী কয়েক বছরে ৫ লক্ষ কর্মী নিয়োগের লক্ষ্য মাত্রা স্থির করা হয়েছে। ‌কোন কোন পদে টাটা গ্রুপ নিয়োগ করতে চলেছে, আবেদন পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে প্রভৃতি নিয়ে আজকের প্রতিবেদন। সকল ভারতীয় নাগরিক এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

TATA সায়েন্সের চেয়ারম্যান

টাটা সায়িন্সের চেয়ারম্যান হলেন চন্দ্রশেখরন। তিনি চেয়ারম্যান পদে আসার পর থেকেই টাটা গ্রুপ অফ কোম্পানিকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজ করছে। সাম্প্রতিক ‌তিনি বলেন দেশের (Tata Sons) ম্যানুফ্যাকচারিং সেক্টর ৭.৪ শতাংশ হারে বেড়ে চলেছে। যার ফলে আগামীতে এই সেক্টরে প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন। কিন্তু তাদের কাছে ম্যানুফ্যাকচারিং সেক্টরের কর্মী যথেষ্ট নয়।

TATA Group চাকরিরত দের সংখ্যা ১৩ লক্ষ

বর্তমানে টাটা গ্রুপ অফ কোম্পানিতে ‌ বিভিন্ন সেক্টরে প্রায় ‌১৩ লক্ষ চাকরি দেওয়া হয়েছে। তবে আগামী দিনে সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিন গাড়ি-বাইক, ব্যাটারি সম্পর্কিত ইন্ডাস্ট্রিতে আরও প্রচুর কর্মী প্রয়োজন। টাটা গ্রুপ অফ কোম্পানির যেসব কর্মী কর্মরত অবস্থায় রয়েছেন তারা যথেষ্ট নয় তাই যত দ্রুত সম্ভব প্রায় ৫ লক্ষ কর্মী নিয়োগ প্রয়োজন।

এই নিয়োগ প্রক্রিয়া আগামী কিছুদিন মধ্যে সম্পন্ন করা হবে। কিন্তু সমস্যা হল একবারে ৫ লক্ষ কর্মী নিয়োগ সম্ভব নয়। ‌ কারণ পরিকাঠামের অভাব এছাড়াও যোগ্য চাকরিপ্রার্থী বাছায়ের ক্ষেত্রে একাধিক পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষাগুলো সঠিকভাবে সম্পূর্ণ না করা হলে অযোগ্য কর্মী নিয়োগ পাবে। ‌তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী ৫ বছরের মধ্যে ক্রমশ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এতে ধীরে ধীরে যোগ্য চাকরিপ্রার্থীরাই চাকরি পাবেন। এতে কোম্পানির বেশ সুবিধা রয়েছে।

টাটা কোম্পানিতে নতুন ৫ লক্ষ কর্মসংস্থান

এছাড়াও টাটা গ্রুপের চেয়ারম্যান জানান প্রত্যেক্ষভাবে ৫ লক্ষ কর্মসংস্থান করলেও পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল আরো কর্মসংস্থান হবে। ২০২২ সালে টাটা গ্রুপ অফ কোম্পানির বিভিন্ন সেক্টরে ১১ লক্ষ চাকরি দেওয়া হয়েছে যা কিনা ২০২৩ সালের মধ্যে ১৩ লক্ষতে পরিণত হয়েছে। কাজগুলি যেহেতু একে অপরের উপর নির্ভরশীল তাই একটি কাজকে‌ কেন্দ্র করে তার পাশাপাশি একাধিক কর্মসংস্থান সৃষ্টি হয়।

তাই টাটা গ্রুপের এ নিয়োগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমানে ভারতে চরম বেকারত্ব দেখা দিয়েছে। ভুরি ভুরি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকলেও যোগ্য চাকরির অভাব। এমত অবস্থায় টাটা গ্রুপ অফ কোম্পানির ৫ লক্ষ কর্মী নিয়োগ কিছুটা হলেও ভারত সরকারের স্বস্তির যুগিয়েছে। যেহেতু ৫ লক্ষ কর্মী নিয়োগের পর পরোক্ষভাবে আরো প্রচুর বেকার চাকরিপ্রার্থীরা কর্মসংস্থান হবে তাই নিয়োগ প্রক্রিয়াটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নিয়োগ প্রক্রিয়ার আবেদন এখনো শুরু হয়নি, প্রাথমিকভাবে টাটা গ্রুপের চেয়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি জানিয়েছ।

তিনি বলেছেন খুব শীঘ্রই ৫ লক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। টাটার বিভিন্ন সেক্টরে নিয়োগ করা হবে তাই জব লোকেশনে ভিন্ন রয়েছে। মূলত বড় বড় মেট্রোপলিটন শহর দিল্লী, মুম্বাই এবং কলকাতার মতো শহরগুলিতে জব লোকেশন থাকবে।

শ্রম দপ্তরে Clerk ও MTS পদে প্রচুর নিয়োগ, আবেদন করতে বিস্তারিত পড়ুন -ESIC Job Recruitment

RJ Team
RJ Team

RJ Team Work in content writing for several years. I work in this field for years. I have well experience in job related content writing. Also Scheme and Government educational update or announcement. So do follow us regularly. Thank You