SBI Bank নিচ্ছে 10 হাজার কর্মী, শুধু জানতে হবে এই কাজ, দেখুন বিস্তারিত

দীর্ঘকাল যাবত যারা ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) চলতি আর্থিক বছরে অর্থাৎ ২০২৪-২৫ প্রায় ১০,০০০ কাছাকাছি নতুন কর্মচারী নিয়োগ করতে চলেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল ভারতবর্ষের সর্ববৃহৎ ব্যাংক গুলির মধ্যে অন্যতম। ‌এই ব্যাংকে সবসময় পরিষেবা প্রদান করতে হয়। SBI জনগণের চাপ সর্বদা যেহেতু বাড়তি থাকে তাই ব্যাংকিং পরিষেবা অনেক সময় ব্যাহত হয়ে থাকে। বর্তমানে ব্যাঙ্কিং চাহিদা মেটাতে, নিজস্ব প্রযুক্তিগত ক্ষমতা বাড়াতে এবং ডিজিটাল চ্যানেল গুলিকে শক্তিশালী করতে SBI নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা। SBI Bank Job Opportunity

sbi bank

তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে অন্যান্য সেক্টরে তুলনায় ব্যাংকিং সেক্টরে চাকরির জন্য প্রস্তুতি শুরু করুন। ব্যাংকিং সেক্টর হল এমন একটি মাধ্যম যেখানে বছরে দুই থেকে তিনবার নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অন্যান্য সেক্টর গুলোতে যেমন বিজ্ঞপ্তি সংখ্যা কম থাকেই তার পাশাপাশি চাকরি পেতেও যথেষ্ট পরিশ্রম করতে হয়। সেই তুলনায় ব্যাংক চাকরি পাওয়া অনেকটাই সহজ।SBI Bank Job Opportunity

SBI নতুন বিজ্ঞপ্তিতে বর্তমানে ১০,০০০ এর কাছাকাছি কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছেন। খুব শীঘ্রই আরো শূন্যপদে নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তি নিয়ে SBI চেয়ারম্যান সিএস শেট্টি জানিয়েছেন যে, বর্তমানে ব্যাংকে প্রযুক্তির পাশাপাশি সাধারণ ব্যাঙ্কিংয়ের দিকে ওয়ার্কফোর্সকে শক্তিশালী করছি। যার ফলে প্রচুর কর্মীর প্রয়োজন। আমরা সম্প্রতি প্রায় ১,৫০০ জনকে এন্ট্রি লেভেলে এবং সামান্য উচ্চস্তরে কর্মী নিয়োগ করেছি।

এই নিয়োজিত কর্মীরা প্রযুক্তিতে বিশেষজ্ঞ। তবে বর্তমানে নিয়োজিত এই কর্মী আমাদের জন্য যথেষ্ট নয়। খুব দ্রুত চলতি বছরের আমাদের আরো প্রায় ৮,০০০ থেকে ১০,০০০ জন‌ কর্মীর প্রয়োজন। তাই খুব দ্রুত আমরা নিয়োগ করতে চলেছি। বর্তমানে SBI মোট কর্মচারীর সংখ্যা ছিল ২,৩২,২৯৬ জন। এর মধ্যে গত অর্থবছরের শেষে ব্যাঙ্কটিতে ১,১০,১১৬ জন আধিকারিক কর্মরত ছিলে। তবে বর্তমানে ব্যাংকে নেটওয়ার্ক সম্প্রসারণ জন্য অতিরিক্ত কর্মীর প্রয়োজন। SBI চলতি অর্থবছরে সারা দেশে আরো অতিরিক্ত ৬০০ টি ব্রাঞ্চ খোলার পরিকল্পনা করছেন। এই ব্রাঞ্চগুলি খোলা হলে তা নিয়ন্ত্রণে জন্য কর্মীর প্রয়োজন। তাই দ্রুত কর্মী নিয়োগের মাধ্যমে পূর্বেই সেই ঘাটতি কমিয়ে নিতে চাইছেন।

তাই বলা যেতে পারে চলতি বছর (2024-25) ব্যাংকে চাকরির ক্ষেত্রে একটি সুবর্ণ অধ্যায়‌ হতে চলেছে। কারণ এই সময়ের মধ্যেই ব্যাংক গুলি নতুন ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন ব্রাঞ্চ গুলিতে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। খুব শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আসতে চলেছে। আপনারা ব্যাংকে চাকরির ক্ষেত্রে যারা আগ্রহী রয়েছেন তারা আমাদের পেজটিকে ফলো করুন। ‌ বিজ্ঞপ্তি সংক্রান্ত পরবর্তী আপডেট আসলেই আপনাদের সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে।

ONGC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করে ফেলুন 

RECENT JOB
RECENT JOB

RecentJob.IN is online job news portal that helps job aspirant to find any job news nearest of his/her. So do follow us regularly and join us in TELEGRAM & WHATSAPP also. THANK YOU