PM Scholarship 2025: ভারতের অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারেন না। অনেকেই স্কুলের পর কলেজে ভর্তি হলেও পেশাদার কোর্স বা টেকনিক্যাল শিক্ষার মতো ব্যয়বহুল পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে সরকারের তরফ থেকে বড়সড় স্বস্তির খবর নিয়ে এলো PM Scholarship Scheme 2025 এর মাধ্যমে ।
সরকারের এই স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা ৭৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। সম্প্রতি এই প্রকল্পের স্ট্যাটাস প্রকাশ করা হয়েছে ৮ জুলাই ২০২৫ তারিখে, এবং জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে এর আবেদন প্রক্রিয়া। যদি আপনি বা আপনার পরিচিত কেউ উচ্চশিক্ষায় (যেমন B.Tech, MBBS, BBA, BCA, Nursing ইত্যাদি) ভর্তি হয়ে থাকেন এবং এই স্কলারশিপের জন্য যোগ্য হয়ে থাকেন, তাহলে সময় থাকতে এখনই আবেদন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রী স্কলারশিপ প্রকল্পের মূল উদ্দেশ্য
PM Scholarship Scheme 2025 মূলত সেইসব ছাত্রছাত্রীদের জন্য যারা বিভিন্ন পেশাদার বা উচ্চশিক্ষার কোর্সে ভর্তি হতে চান এবং আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন। বিশেষ করে যাঁরা সেনা, আধাসামরিক বাহিনী (CAPF), RPF কর্মীদের সন্তান অথবা OBC, SC, ST, MBC শ্রেণিভুক্ত – তাদের জন্য এই প্রকল্প বিশেষভাবে কার্যকর হবে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষাজীবনে একটি বড় ভরসা পান।
কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন?
- যাঁরা ভারতীয় নাগরিক এবং উচ্চশিক্ষার কোনো স্বীকৃত কোর্সে ভর্তি হয়েছেন বা আগামী লক্ষ্য রয়েছে
- যাঁরা সেনা, আধাসামরিক বাহিনী বা RPF কর্মীদের সন্তান
- যাঁরা অনগ্রসর শ্রেণি যেমন OBC, SC, ST, MBC-এর অন্তর্ভুক্ত রয়েছেন
- যাঁরা ১২তম শ্রেণিতে ন্যূনতম ৬০% নম্বর পেয়েছেন
- যাঁদের পেশাদার কোর্স যেমন B.Tech, MBBS, MBA, BBA, MCA, BCA, B.Sc Nursing ইত্যাদিতে ভর্তি হয়েছে
স্কলারশিপের পরিমাণ
জানা যায়, এই প্রকল্পের অধীনে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় DBT (Direct Benefit Transfer) এর মাধ্যমে।
শ্রেণি | মাসিক ভাতা | বার্ষিক ভাতা | মোট (২-৩ বছরে) |
---|---|---|---|
ছেলে ছাত্র | ₹২,৫০০ | ₹৩০,০০০ | ₹৭৫,০০০ |
মেয়ে ছাত্রী | ₹৩,০০০ | ₹৩৬,০০০ | ₹৭৫,০০০ |
RPF কর্মীর ছেলে | ₹২,০০০ | ₹২৪,০০০ | নির্ভর করে |
RPF কর্মীর মেয়ে | ₹২,২৫০ | ₹২৭,০০০ | নির্ভর করে |
কোন কোন কোর্সে এই স্কলারশিপ প্রযোজ্য?
- B.Tech / BE
- MBBS / BDS
- B.Sc Nursing
- BBA / BCA
- MBA / MCA
- Hotel Management, Pharmacy, Agriculture সহ অন্যান্য পেশাদার কোর্স
আবেদন করার পদ্ধতি (ধাপে ধাপে)
১. NSP পোর্টালে রেজিস্ট্রেশন করুন
- প্রথমে ওয়েবসাইট ভিজিট করুন: https://scholarships.gov.in
- “New Registration” অপশনে ক্লিক করুন
- নির্দেশিকা পড়ে “Agree” বক্সে টিক দিয়ে অন্য পদ্ধতিতে এগিয়ে যান
২. ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের তথ্য দিন
- এরপর আধার নম্বর, মোবাইল নম্বর, ই-মেল আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিন
- OTP যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলুন
৩. লগইন করে স্কলারশিপ ফর্ম পূরণ করুন
- এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
- “PM Scholarship Scheme 2025” অপশন বেছে নিন
- সমস্ত প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করুন যা চাওয়া হয়েছে
৪. ফাইনাল সাবমিশন
- তথ্য যাচাই করে ফর্ম সাবমিট করুন
- একটি রেফারেন্স আইডি/নাম্বার সংরক্ষণ করে রাখুন ভবিষ্যতের জন্য
আবেদন করতে যে ডকুমেন্ট লাগবে:
- আধার কার্ড
- ১২তম শ্রেণির মার্কশিট
- কলেজে ভর্তি হওয়ার প্রমাণপত্র (Bonafide Certificate)
- ব্যাঙ্ক পাসবুকের কপি
- জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
- আয় শংসাপত্র
গুরুত্বপূর্ণ সময়সীমা:
- স্ট্যাটাস প্রকাশ: ৮ জুলাই ২০২৫
- আবেদন শুরু: জুলাই ২০২৫ (প্রথম সপ্তাহ) থেকে
- আবেদনের শেষ তারিখ: ১৫ অগাস্ট ২০২৫ (সম্ভাব্য)
- টাকা পাঠানো শুরু: সেপ্টেম্বর ২০২৫ থেকে
যাঁরা ইতিমধ্যে কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন এবং যারা পেশাদার কোর্স করছেন, তাঁদের জন্য এই স্কলারশিপ একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। সময়মতো আবেদন করলে ₹৭৫,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে এই স্কলারশিপে, যা পড়াশোনার খরচ বহনে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। তাই দেরি না করে এখনই প্রয়োজনীয় ডকুমেন্ট জোগাড় করুন ও আবেদন প্রক্রিয়া শুরু করুন।