কৃষি দপ্তরে ফ্রী ট্রেনিং সঙ্গে মাসিক ১৮,০০০ ভাতা! এখনই ইনটার্ন পদে আবেদন করুন – NABARD Intern Recruitment 2025

NABARD Intern Recruitment 2025 :এবার বেকার যুবক যুবতীদের জন্য ফের চাকরির প্রশিক্ষণ দিচ্ছে কৃষি দপ্তর কর্তৃক। শুধু তাই নয় এক্ষেত্রে ফ্রিতে চাকরির প্রশিক্ষণ এবং সঙ্গে মাসিক ভাতাও দিচ্ছে জাতীয় কৃষি দপ্তর কর্তৃক। বেকার যুবক যুবতীরা উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে ভারতের যেকোনো প্রান্ত থেকে আবেদন জানাতে পারবেন এবং এক্ষেত্রে ফ্রিতে ট্রেনিং নেওয়ার সুযোগ পাবেন সঙ্গে মাসে মাসে পাবেন ১৮০০০ টাকা। এ সুযোগ হাত ছাড়া না পড়তে চাইলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত করবেন। নিচে ধাপে ধাপে এই সংক্রান্ত আরো বিস্তারিত দেওয়া হল। 

nabard intern recruitment 2025

নিচে শূন্য পদে তার সম্পর্কে দেওয়া হল

এক্ষেত্রে জাতীয় কৃষি বিভাগ কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে দুটি বিভাগে একই ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থী ইন্টার্ন পদে নিয়োগ করা হবে এবং যে দুটি বিভাগে নিয়োগ করা হবে তা হল  RO/TE ও HO। 

 

মাসিক সাম্মানিক ও অন্যান্য সুবিধা:

যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট ইনটার্ন পদের জন্য নিযুক্ত হবেন তাদের মাসিক সাম্মানিক হিসাবে ১৮০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও তাদের অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে যেমন ফিল্ড ভিজিট এলায়েন্স হিসেবে ১৫০০ থেকে ২ হাজার টাকা, যাতায়াত ভাড়া বাবদ ৬০০০ এবং মিসলেনিয়াস কাজের খাতে ২ হাজার টাকা দেওয়া হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। 

 

বিভিন্ন যোগ্যতা সমূহ : 

প্রার্থীরা এক্ষেত্রে সুযোগ নিতে গেলে তাদের উপযুক্ত যোগ্যতার পাশাপাশি উপযুক্ত বয়স থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে সবিস্তারে জানতে অফিসিয়াল নোটিশ দেখে দিবেন।

বিষয়বস্তু বিস্তারিত বিবরণ
প্রশিক্ষণবিনামূল্যে (NABARD)
মাসিক ভাতা₹18,000 + অতিরিক্ত সুবিধা
পদইন্টার্ন (RO/TE, HO)
যোগ্যতামাধ্যমিক/উচ্চমাধ্যমিক/স্নাতক
নিয়োগমেরিট লিস্টের ভিত্তিতে
আবেদন২৫ মার্চ – ৭ এপ্রিল ২০২৫
ফলাফল৯ ও ১৭ এপ্রিল ২০২৫
ওয়েবসাইটNABARD অফিসিয়াল

এবার আলোচনা করা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে

  • প্রথমে প্রার্থীদের ভিজিট করতে হবে NABARD এর অফিসিয়াল ওয়েবসাইটে 
  • এরপর প্রার্থীদের এসআইএস ২০২৫-২৬ সেশনে নিজের নাম নথিভুক্ত করণ শুরু করতে হবে 
  • সর্বপ্রথম প্রার্থীদের জরুরি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে 
  • আবেদন চলাকালীন প্রার্থীদের নির্দিষ্ট সাইজে বেশ কিছু জরুরি ডকুমেন্ট আপলোড করতে হবে 
  • এরপর তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীদের ফাইনাল সাবমিট করতে হবে 
  • সবশেষে ওই আবেদন পত্রটি ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে রাখতে হবে 

 

নিয়োগ পদ্ধতি কি হবে :

এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে আবেদন করবেন সেই সমস্ত প্রার্থীদের যাচাই করা হবে তাদের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে। অর্থাৎ প্রার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েট কিংবা পোস্ট গ্রেজুয়েটে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের এই ইন্টার্ন পদের জন্য নিযুক্ত করা হবে। 

 

আবেদন করার কিছু জরুরি তারিখ সমূহ

  1. প্রার্থীদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৫ মার্চ ২০২৫ থেকে 
  2. এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৭ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত 
  3. যোগ্য প্রার্থীদের জন্য শর্ট লিস্ট পাবলিশ করা হবে ৯ এপ্রিল ২০২৫ তারিখে 
  4. এরপর ইন্টারভিউ এবং রেজাল্ট সংক্রান্ত আপডেট দেওয়া হবে ১৭ এপ্রিল ২০২৫ তারিখে

 

এক্ষেত্রে সুযোগ নেওয়ার পূর্বে প্রার্থীরা অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য বিস্তারিত জেনে নিবেন। যোগ্যতার পরিপূর্ণতা থাকলে এই ক্ষেত্রে আবেদন জানাতে পারেন। নিচে অফিসার নোটিশ ডাউনলোড লিংক দেওয়া হবে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

Official NotificationDownload
Official WebsiteClick Here
RECENT JOB
RECENT JOB

RecentJob.IN is online job news portal that helps job aspirant to find any job news nearest of his/her. So do follow us regularly and join us in TELEGRAM & WHATSAPP also. THANK YOU