DA and Salary Hike: সরকারি কর্মীদের জন্য ডবল উপহার! ডিএ বৃদ্ধি সঙ্গে নূন্যতম বেতন বৃদ্ধি

DA and Salary Hike: সরকারি কর্মীদের DA এবং নূন্যতম বেতন একসঙ্গে বারানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার ফলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম বেতন এক লাফে বেড়ে দ্বিগুণ হতে চলেছে। বর্তমানে কোন সরকারি কর্মী ন্যূনতম বেতন ৭০০০ টাকা থাকলে বেতন বৃদ্ধি পাওয়ার পর হবে ৩৪,০০০ টাকা। হিন্দুদের বড় উৎসব দীপাবলি এবং ভাই ফোঁটায় চাকরিপ্রার্থীদের বড় উপহার দিল সরকার।

da and salary hike

খবরটি চারিদিকে ছড়িয়ে পড়তেই প্রার্থীদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কিছুদিন আগে DA বৃদ্ধি পেয়েছিল এরপর পুনরায় আবার বেতন বৃদ্ধি। সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের চাকরি প্রার্থীদের ৩% DA বৃদ্ধি পেয়েছে। যার ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি চাকরি প্রার্থীদের মোট DA পরিমাণ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। ‌ দীপাবলি অর্থাৎ কালীপুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পাওয়ায় খবর উৎসবের খুশি দ্বিগুণ করেছে।

∆ সরকারি কর্মীদের DA বৃদ্ধি ৩% :

কেন্দ্রীয় মন্ত্র অনুযায়ী চাকরিপ্রার্থীদের DA বৃদ্ধি গত জুলাই মাস থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত কার্যকরী হবে। তাই এখনো যে সকল সেক্টরে DA বাড়েনি তাদের আগামী ডিসেম্বরের মধ্যেই DA বেতন বৃদ্ধি পেতে চলেছে। তবে শুধু কি DA বেতন বৃদ্ধি পাবে? কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে DA পাশাপাশি সরকারি কর্মীদের বেতনের পরিমাণও বৃদ্ধি পেতে চলেছে। তবে বেতন বৃদ্ধির ব্যাপার নিয়ে বর্তমানে সরকারের মধ্যে আলাপ-আলোচনা চলছে।

সাধারণত সরকারি কর্মচারীদের ১০ বছর অন্তর অন্তর বেতন বৃদ্ধি ঘটে। বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন সরকারি কর্মীরা। এই সপ্তম বেতন কমিশন লাগু হয়েছিল ২০১৬ সালে। তবে বর্তমানে 10 বছর পূর্ণ হওয়ার আগেই অর্থাৎ ২০২৫ সালে অষ্টম বেতন কমিশন লাগু হতে চলেছে। অষ্টম বেতন কমিশন লাগু হলে চাকরি প্রার্থীদের বেতন বৃদ্ধি পাবে বোঝাই যাচ্ছে।

DA এবং মোট বেতন বৃদ্ধির পরিমাণ :

ষষ্ঠ থেকে সপ্তম বেতন কাঠামো লাগু হওয়ার সময় ফিটমেন্ট ফ্যাক্টার ৩.৬৮ করার দাবি উঠলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত ২.৫৭ গুণ করা হয়েছিল। ষষ্ঠ বেতন কাঠামো অনুযায়ী ৭০০০ টাকার চাকরি প্রার্থীদের বেতন বৃদ্ধি পেয়ে ১৮ হাজার টাকা হয়েছে। তবে অষ্টম বেতন কাঠামো নিয়ে সরকারের মধ্যে যে আলাপ আলোচনা চলছে সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ রাখার কথা চলছে। যদি ১.৯২ ভিট্মেন্ট প্যাক রাখা হয় তাহলে ১৮ হাজার টাকা বেতন প্রাপ্ত চাকরি প্রার্থীর অষ্টম বেতন কাঠামো চালু হওয়ার পর বেতন হবে ৩৪,০০০ টাকা। তার পাশাপাশি ন্যূনতম পেনশন বৃদ্ধি পেয়ে হবে ১৭,২৮০ টাকা।

NLC-তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

তাই বলা যায় কেন্দ্রীয় সরকারি চাকরি প্রার্থীদের জন্য আগামীতে বড় সুখবর আসতে চলেছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়েনি। রিপোর্ট জমা পড়লেই মন্ত্রি পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বেতন বৃদ্ধি পেতে চলেছে। তাই বলা যায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম পে কমিশন গঠন এখান শুধু সময়ের অপেক্ষা।

RECENT JOB
RECENT JOB

RecentJob.IN is online job news portal that helps job aspirant to find any job news nearest of his/her. So do follow us regularly and join us in TELEGRAM & WHATSAPP also. THANK YOU