ঘরে বসে গুগল থেকে আয় করুন হাজার হাজার টাকা, শুরু করুন এই ৫ কাজ – Business Idea With Google

Business Idea With Google : আপনার হাতে কি একটি স্মার্টফোন রয়েছে? স্মার্টফোনের সাহায্যে ঘরে বসে প্রচুর টাকা ইনকাম করতে চান? তাহলে একদম সঠিক প্রতিবেদন এসেছেন। আজকে এই প্রতিবেদনে গুগলের মাধ্যমে অনলাইন টাকা রোজগারের পাঁচটি মাধ্যম জানাতে চলেছি। ইতিমধ্যে গুগলের এই ৫ টি কার্যকরী মাধ্যম ব্যবহার করে অনেকে সাফল্য অর্জন করেছেন। তাই আপনি যদি একজন স্টুডেন্ট অথবা হাউজ ওয়াইফ হয়ে থাকেন তাহলে ঘরে বসে, এই কাজটির মাধ্যমে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। নিম্নে google এর মাধ্যমে টাকা রোজগারের ৫টি মাধ্যম বিস্তারিত আলোচনা করা হলো। Business Idea With Google 

business idea
করোনা মহামারীর পরবর্তীকালে, বহু মানুষ তাদের কর্মসংস্থান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তাই তারা কর্মসংস্থানের জন্য অনলাইনের বিভিন্ন প্লাটফর্মের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অনলাইনে রোজগারের অন্যতম একটি মাধ্যম হলো গুগল। এই গুগলের মাধ্যমেই বর্তমানে ঘরে বসে রোজগারের অনেক মাধ্যম রয়েছে। যেহেতু এই কাজটি ঘরে বসেই আপনি করতে পারবেন, তাই অন্যান্য কাজের পাশাপাশি অনায়াসে এ কাজটি চালিয়ে যেতে পারবেন। ছাত্র অথবা বাড়ির গৃহনী সকলে এই কাজে অংশগ্রহণ করতে পারবেন। তবে কাজগুলো করার জন্য আপনাদের অবশ্যই একটি স্মার্টফোন প্রয়োজন। এই স্মার্টফোনের সাহায্যে ঘরে বসে কিভাবে আপনারা রোজগার করে নিতে পারবেন তার নিম্নে জানানো হলো।

১.Google AdSense:

AdSense হল গুগলেরই বিজ্ঞাপন দেওয়ার একটি মাধ্যম। এই মাধ্যমে আপনি প্রচুর উপার্জন করতে পারবেন। তার জন্য সর্বপ্রথমে আপনার একটি ওয়েবসাইট অথবা ব্লগিং সাইট খুলতে হবে। এই সাইটে আপনার পছন্দ মত কনটেন্ট লিখে আপলোড দিতে পারেন। যেমন- ব্লগিংয়ে অনেকে পার্সোনাল জীবনের কথা শেয়ার করে থাকেন, অনেকে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা, আবার অনেকে রান্না বান্না সম্পর্কিত বিভিন্ন টিপস শেয়ার করে থাকেন। এই পোস্টগুলো যখন প্রচুর দর্শক দেখবেন তখন আপনার ওয়েবসাইটে গুগল থেকে ads দেওয়া হবে। এই Google ads গুলোর মাধ্যমে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন।

২.Google Opinion Rewards:

Google Opinion Rewards হল এমন একটি অ্যাপ যা আপনাকে কিছু সহজ এবং দ্রুত সার্ভের
উত্তর দিয়ে Google Play Store বা PayPal-এর জন্য ক্রেডিট উপার্জন করার সুযোগ দেয়। এই ক্রেডিট উপার্জনের মাধ্যমে আপনি কিছু ইনকাম করে নিতে পারেন। এর জন্য সর্ব প্রথমে আপনাকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর আপনাকে কিছু প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তরগুলো যথাযথ প্রদান করলে আপনার সমীক্ষা সম্পূর্ণ হবে। এই সমীক্ষা পূরণের মাধ্যমে আপনি উপার্জন করে নিতে পারেন।

৩.Google Play Store:

আপনার যদি অনলাইন প্লাটফর্মে কাজের দক্ষতা থেকে থাকে তাহলে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি গুগল Google play store থেকেও উপার্জন করে নিতে পারবেন। Google play store আপনি চাইলেই আপনার নিজস্ব তৈরি অ্যাপটি আপলোড দিতে পারেন। পরবর্তীকালে আপনার অ্যাপটি লোকের পছন্দ হলে তারা সেটিকে ডাউনলোড করে বিভিন্ন কাজে ব্যবহার করবে। এই ভাবেই আপনি সেই অ্যাপটির মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করে নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে গুগল প্লে স্টোরে Google Wallet মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। যার সেটাপ করা অত্যন্ত সহজ এবং দ্রুত৷ আপনার বয়স ১৮ বছরের বেশি হলে, আপনি মাত্র $২৫ এর একটি ছোট রেজিস্ট্রেশন ফি দিয়েই এই প্ল্যাটফর্মের অংশ হতে পারেন।

৪.Google Play Book:

Google play book মাধ্যমে আপনার বই অথবা pdf গুলো আপলোড দিয়ে ইনকাম করে নিতে পারেন। আপনার বই অথবা ভিডিও গুলো যখন কেউ পছন্দ করবেন এবং কিনতে চাইবেন তখন তার থেকে আপনি ভালো অংকের টাকা উপার্জন করে নিতে পারবেন। তাই আপনার যদি ebook অথবা কোন লেখালেখির প্রতিভা থাকে তাহলে ইবুকের মাধ্যমে উপার্জন করে নিতে পারবেন।

৫.Youtube:

বর্তমানে ৮ থেকে ৮০ সকলের কাছে ইউটিউব বিনোদনের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই ইউটিউবে আপনার পছন্দমত কনটেন্ট অথবা ভিডিও আপলোড দিতে পারেন। ভিডিও আপলোড দেওয়ার আগে আপনাকে ইউটিউবে একটি চ্যানেল খুলতে হবে। চ্যানেল খুলতে আপনার একটি মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি আবশ্যক। ইউটিউবে আপনার চ্যানেলে যখন ১০০০ সাবস্ক্রাইব এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ হবে ঠিক তখনই Google ads এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারবে।

রাজ্যে অবশেষে স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন ৫৮,৫০০ টাকা -WB School Teachers Recruitment

উপরে উল্লেখিত গুগলের পাঁচটি কার্যকরী মাধ্যম ব্যবহার করে আপনি ঘরে বসেই টাকা উপার্জন করতে পারেন। এছাড়াও গুগলের একাধিক উপার্জনের মাধ্যম রয়েছে, সেগুলো নিয়ে অন্য আরেকদিন বিস্তারিত আলোচনা করব।

Leave a Comment