রাজ্য প্রশাসনিক বিভাগে ডাটা এন্ট্রির কাজে প্রচুর কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন -Data Entry Operator

West Bengal Government Data Entry Operator Recruitment : রাজ্য পুলিশের তরফে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যেখানে ডাটা এন্ট্রি অপারেটর সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। তাই রাজ্যের সকল চাকরি প্রার্থীরাই নারী পুরুষ নির্বিশেষে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। একাধিক পদের ক্ষেত্রে ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তাই আপনার পছন্দের পদটিতে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে রয়েছে ইত্যাদি একাধিক তথ্য পেতে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। West Bengal Government Data Entry Operator Recruitment

data entry operator
১.শূন্য পদ : রাজ্য পুলিশের তরফে প্রথম শূন্য পদটি হলো Data Entry Operator পদ।

শিক্ষাগত যোগ্যতা : ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারী কে যে কোনো শাখা গ্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার দক্ষতা প্রয়োজন।

মাসিক বেতন : ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারীর মাসিক বেতন রয়েছে ১৬,০০০ টাকা।

শূন্য পদের সংখ্যা : এখানে সর্বমোট ১১ টি শূন্য পদ রয়েছে।

২.শূন্য পদ : বিজ্ঞপ্তি দ্বিতীয় শূন্য পদটি হলো Software Support Personnel পদ।

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের PGDCA/B.Sc. (Computer Science)/BCA/DOEACC ‘A’ Level এবং এর সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : এখানে মাসিক বেতন রয়েছে ২১০০০ টাকা।

শূন্য পদের সংখ্যা : এই নিয়োগ প্রক্রিয়ায় সর্বমোট ২৫ টি শূন্য পদ রয়েছে।

কলকাতা মিউনিসিপালিটি তে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করুন 

৩.শূন্য পদ : তৃতীয়-শূন্য পদটি হলো System Administrator

শিক্ষাগত যোগ্যতা : উক্ত পদে আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীদের B.Tech/B.E./MCA/M.Sc. with OEM L2 Certification in System/Server (Linux or Windows) অথবা এর সমতুল্য ডিগ্রী থাকতে হবে।

মাসিক বেতন : এখানে মাসিক বেতন রয়েছে ২৯,০০০ টাকা।

শূন্য পদের সংখ্যা : এখানে সর্বমোট ১ শূন্য পদ ফাঁকা রয়েছে।

৪.শূন্য পদ : নিউ প্রক্রিয়ায় পরবর্তী শূন্যপদ হল Software Developer

শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত চাকরিপ্রার্থীদের 1st Class MCA, M.Sc. (IT/Computer Science), B.E., or B.Tech. in IT/Computer Science ডিগ্রী রয়েছে তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : এখানে মাসিক বেতন ৩৩,০০০ টাকা করে দেওয়া হবে। পরবর্তীকালে এই বেতনের পরিমাণ ধাপে ধাপে বাড়বে।

শূন্য পদের সংখ্যা : এখানে সর্বমোট শূন্য পদে রয়েছে ৭ টি।

৫.শূন্য পদ : Security and Network Administrator পদ।

শিক্ষাগত যোগ্যতা :1st Class MCA, M.Sc. (IT/Computer Science), B.E., or B.Tech. in IT/Computer Science with 5 years experience যাদের রয়েছে একমাত্র তারাই আবেদনযোগ্য।

মাসিক বেতন : এখানে মাসিক বেতন সর্বোচ্চ ৩৭,০০০ টাকা করে দেওয়া হবে।

শূন্য পদের সংখ্যা : মোট শূন্য পদে রয়েছে ৮ টি।

৬.শূন্য পদ : নিয়োগ প্রক্রিয়ায় সর্বশেষ শূন্য পদটি হল Senior Software Developer পদ।

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরিপ্রার্থীদের 1st Class MCA, M.Sc. (IT/Computer Science), B.E., or B.Tech. in IT/Computer Science with 5 years experience ডিগ্রী রয়েছে একমাত্র তারা আবেদনযোগ্য।

মাসিক বেতন : এখানে বেতন রয়েছে ৪০,০০০ টাকা।

শূন্য পদের সংখ্যা : মোট শূন্য পদ রয়েছে ২ টি।

Recruitment OrganisationWest Bengal Police 
PostsData entry operator and various
Eligibility CriteriaGraduation and Various
Application ModeOnline

ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের আবেদন পদ্ধতি :

  1. আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ
  2. করতে হবে। তার জন্য সর্ব প্রথমে এর অফিসের ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  3. ‌ অফিসিয়াল ওয়েবসাইটে লিংক আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে।
  4. অফিসে ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।

রাজ্য পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর এর বাছাই প্রক্রিয়া :

এ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের সর্ব প্রথমে একটি লিখিত পরীক্ষা দেয়া হবে। এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে, কম্পিউটার টেস্ট ইন্টারভিউ জন্য ডাকা হবে।

আবেদনের শেষ তারিখ :

২৫ শে সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যা চলবে আগামী ১৮ই অক্টোবর পর্যন্ত।
এ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে এর অফিসের নোটিফিকেশনটি দেখুন। প্রতিবেদনের নিচে অফিসের নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি অফিসের নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারবেন।

Recruitment ProcessWritten Exam, Computer Test and Interview ( where applicable)
Application Start25th September 2024
Last Date Of Application18th October 2024

Important Links Below 

Official Notification Download 
Online Application Click Here
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment