দূর্গা পূজোর প্রাক মুহূর্তে রাজ্য সরকারের লক্ষী ভান্ডার নিয়ে বড় ঘোষণা। সরকার নিশ্চিত করেছেন যে পূজোর আগে আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যেই লক্ষী ভান্ডার প্রাপকদের মধ্যে এই নিয়ে বেশ সাড়া ফেলেছে। তাই আপনি যদি লক্ষী ভান্ডার প্রাপক হয়ে থাকেন অথবা লক্ষ্মী ভান্ডার এর জন্য আগামীতে আবেদন করতে চলেছেন তাহলে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। আজকে আমাদের প্রতিবেদনে, লক্ষ্মী ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা সম্পর্কে আলোচনা করতে চলেছি। WB Lakshmir Bhandar Scheme Update
২০২১ সালে প্রাথমিক অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষী ভান্ডার প্রকল্প সূচনা করেছেন। তবে রাজ্য সরকারের এই প্রকল্পটি পরবর্তীকালে এত বেশি জনপ্রিয় হয়ে উঠবে তা কল্পনা বাইরে ছিল। লক্ষী ভান্ডার প্রকল্পটি মূলত মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকার শুরু করে। এছাড়াও মহিলাদের জন্য রাজ্যে একাধিক প্রকল্প রয়েছে যথা- কন্যাশ্রী প্রকল্প, রুপশ্রী প্রকল্প। তবে তার মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি বেশ জনপ্রিয়। এই প্রকল্প বর্তমানে রাজ্য ছাড়িয়ে দেশ এবং বিদেশেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। যার প্রভাব রাজ্যসভা এবং বিধানসভা নির্বাচনে সরকার পেয়েছেন।
এই প্রকল্পের আদলে ভিন রাজ্যে নতুন প্রকল্পের সূচনা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা। তবে অন্যান্য রাজ্যের তুলনায়, আমাদের রাজ্যের লক্ষী ভান্ডার প্রকল্প আরো কয়েক ধাপ এগিয়ে গেল। ২০২১ সালে প্রাথমিক অবস্থায় যখন এই প্রকল্পের সূচনা করা হয়েছিল তখন জেনারেল ক্যাটাগরি আবেদনকারীর বরাদ্দ ছিল মাত্র ৫০০ টাকা। অন্যদিকে সংরক্ষণ শ্রেণীর জন্য বরাদ্দ ছিল ১০০০ টাকা। বর্তমানে এই ৫০০ টাকা বেরে দাঁড়িয়েছেন ১০০০ টাকা অন্যদিকে সংরক্ষণ শ্রেণীর প্রার্থীদের ১০০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০০ টাকা।
লক্ষী ভান্ডার প্রকল্প রাজ্যের সকল স্তরের মানুষেরা পেয়ে থাকেন। ইতিমধ্যে রাজ্যের কয়েক লক্ষ মহিলারা এই সুবিধা পাচ্ছেন। এছাড়া প্রতিবছর কয়েক লক্ষ নতুন আবেদন পত্র জমা পরে। মূলত দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন পত্র জমা নেওয়া হয়। এছাড়াও সরাসরি আবেদনকারী ব্লক অথবা মিউনিসিপালিটিতে আবেদনপত্র জমা করতে পারবেন।
সাম্প্রতিক লক্ষী ভান্ডারে বেশ কিছু নতুন আবেদন পত্র জমা পড়েছে। আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ হলেও তাদের একাউন্টে প্রাপ্য টাকা দেওয়া হয়নি। সেই সকল আবেদনকারীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা খুব শীঘ্রই তাদের বকেয়া লক্ষী ভান্ডারের টাকা ব্যাংক একাউন্টে ঢুকতে চলেছে। তাই নতুন আবেদনকারীদের বলা হচ্ছে আপনারা আর কিছু দিন অপেক্ষা করুন পুজোর আগেই আপনাদের বকেয়া লক্ষী ভান্ডারে টাকা দেওয়া হবে।
লক্ষী ভান্ডারে আবেদন পদ্ধতি:
রাজ্যের যে সকল মহিলারা এখনো লক্ষী ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করেননি, তাদের আবেদন প্রক্রিয়াটি অফলাইনের মাধ্যমে করতে হবে। তার জন্য আবেদনকারী কে দুয়ারে সরকার অথবা স্থানীয় ব্লক / মিউনিসিপালিটি থেকে আবেদনের ফর্মটি সংগ্রহ করতে হবে। তারপর সেদিকে সুন্দরভাবে পূরণ করে, তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে জমা করতে হবে।
কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করে ফেলুন
This website uses cookies.