WB Government Scheme :বর্তমানে রাজ্যে চরম বেকারত্ব দেখা দিয়েছে। বেকার যুবক-যুবতীদের একাধিক উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরি নেই। তাই রাজ্য সরকার বেকার যুবক-যুবতীদের কর্মের ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগী হয়েছেন বিশেষ এক প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চাকরি প্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে সরাসরি নিয়োগ করতে চলেছেন।
বর্তমানে রাজ্যে প্রচুর শিক্ষিত বেকার যুবক-যুবতী থাকলেও এরা প্রশিক্ষিত নয়। বেশিরভাগ যুবক-যুবতীরা প্রথাগত শিক্ষায় শিক্ষিত। এর ফলে বিভিন্ন কারিগরি বিদ্যার অভাবে অধিকাংশ ক্ষেত্রে নিয়োগ থেকে বঞ্চিত হয়। তাই বর্তমানে রাজ্য সরকার বিশেষ এক প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কারিগরি বিদ্যায় পারদর্শী করে তোলার প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকারের তরফে প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। রাজ্যের সকল বেকার যুবক-যুবতী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণ শেষে ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হবে। সার্টিফিকেট দেখিয়ে পরবর্তীকালে যুবক-যুবতীরা কর্মসংস্থানে অগ্রাধিকার পাবেন। রাজ্য সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তর এই প্রশিক্ষণের গুরু দায়িত্ব নিয়েছে। তাই আপনিও সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকারের কারিগরি বিদ্যার প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চাইলে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। নিম্নে রাজ্য সরকারের প্রশিক্ষণ সমন্বিত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) সূচনা করেন। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। রাজ্য সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনে উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ সম্পূর্ণ হয়। এখানে মূলত রাজ্যের যুবক-যুবতীদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রশিক্ষণ প্রদান করা হয়। এর অধীন বাংলার নানান পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং স্বল্পমেয়াদি দক্ষতা বিকাশ কেন্দ্রে কাজের প্রশিক্ষণ দেওয়া হয়।
কেন্দ্রগুলোতে মূলত ইলেকট্রিশিয়ান, টেলারিং ফিটিং, বিউটিশিয়ান, রিটেল সহ একাধিক কারিগরি ক্ষেত্রে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে রাজ্য। ট্রেনিং শেষে ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যেকোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন জানাতে পারবেন। এছাড়াও প্রশিক্ষণ শেষে ছাত্র-ছাত্রীদের নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।
উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদনের যোগ্যতা গুলি হল-
যুবক-যুবতীরা অনলাইনের মাধ্যমে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর আবেদনকারীকে উৎকর্ষ বাংলা প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করার সময় প্রয়োজনীয় নথিপত্র আপলোড দিয়ে সাবমিট করতে হবে। এরপর আপনি যে ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে চান, সেটি সিলেক্ট করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর, প্রশিক্ষণের জন্য আপনাকে ডাকা হবে।
বিদুৎ দপ্তরে বিপুল শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন করুন এখনই : Power Grid Job Recruitment
Recent Job পোর্টালের মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের খবর ও পাশাপাশি ব্যবসা সম্পর্কীয় বিভিন্ন ধরনের খবর আপলোড করে থাকি। আপনি যদি প্রতিনিয়ত নতুন নতুন ধরনের খবর পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।
চাকরি প্রার্থীদের জন্য আমরা সব সময় সব ধরনের চাকরির খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তাই আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের Telegram Channel এবং WhatsApp Group জয়েন করুন।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.