WB Government Health Recruitment : রাজ্য স্বাস্থ্য দপ্তরে জেলা ভিত্তিক প্রচুর পদে চাকরির সুযোগ, এখনই আবেদন করুন

Wb Government Health Recruitment

WB Government Health Recruitment :দক্ষিণ দিনাজপুর জেলা DHFWS তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সকল চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং দীর্ঘদিন যাবত কোন ভাল চাকরির প্রতীক্ষায় ছিলেন তাহলে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। সর্বোচ্চ ৬৭ বছর বয়স পর্যন্ত সকল চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। ‌ এখানে বেতন কাঠামো খুব ভালো রয়েছে। নিম্নে সংশ্লিষ্ট জেলার ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

WB Government Health Recruitment 

পদের নাম:

সংশ্লিষ্ট জেলার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির তরফে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে নিম্নলিখিত পদ গুলিতে নিয়োগ করা হবে।

• Medical Officer, Blood Service
• Obstetricians & Gynecologists, FRU
• Paediatrician, FRU
• GDMO, FRU
• Dental Hygienist, NOHP
• Dental Technician, NOHP
• Municipality Account Manager, NUHM

মোট পদের সংখ্যা:

মেডিকেল অফিসার, ব্লাড সার্ভিস পদে মোট শূন্য পদ রয়েছে ১টি। অবেস্ট্রিয়ান এন্ড গাইনোকোলজিস্ট পদে শূন্য পদ ১টি।
শিশু বিশেষজ্ঞ মোট শূন্য পদ ১টি।
GDMO, FRU মোট শূন্যপদ রয়েছে ১টি। ডেন্টাল হাইজিনিস্ট, NOHP পোদে মোট ১ টি। ডেন্টাল টেকনিশিয়ান, NOHP পদে মোট ১টি। মিউনিসিপ্যালিটি একাউন্ট ম্যানেজার, NUHM পদে মোট ১ টি।

মাসিক বেতন :

Medical Officer, Blood Service পদে আবেদনকারীর মাসিক বেতন ৬০,০০০ টাকা।
Obstetricians & Gynecologists পদে আবেদনকারীর বেতন ৭০,০০০ টাকা। Paediatrician, FRU‌ পদে মাসিক বেতন ৭০,০০০ টাকা। GDMO, FRU পদে মাসিক বেতন ৬০,০০০ টাকা। Dental Hygienist, NOHP পদে বেতন রয়েছে ২২,০০০ টাকা। Dental Technician, NOHP ‌ মাসিক বেতন ২২,০০০ টাকা। Municipality Account Manager, NUHM পদে আবেদনকারীর বেতন ২৬,০০০ টাকা।

Union Bank LBO Job Recruitment : ইউনিয়ন ব্যাংকে ১৫০০ চাকরি, পশ্চিমবঙ্গে চাকরির দারুণ সুযোগ

আবেদন যোগ্যতা:

Medical Officer, Blood Service পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের MBBS ডিগ্রি অপরিহার্য, এর পাশাপাশি WB Medical Council রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এই পদে আবেদনকারীর বয়সসীমা ৬৭ বছর।

Obstetricians & Gynecologists, FRU পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা MBBS, PG Degree/Diploma in Gynaecology, registered with WB Medical Council। সর্বোচ্চ বয়স সীমা ৬৭ বছর।

Paediatrician, FRU পদে আবেদনকারী চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা MBBS, PG Degree/Diploma in Paediatric Medicine, registered with WB Medical Council। সর্বোচ্চ ৬৭ বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

GDMO, FRU পদে আবেদনকারী MBBS, compulsory rotatory internship, registered with WB Medical Council।

Dental Hygienist, NOHP পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস, Diploma in Dental Hygiene, valid registration from WB Dental Council প্রয়োজন। এছাড়াও আবেদনকারীর বয়স হতে হবে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

Dental Technician, NOHP পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস, Diploma in Dental Hygiene, valid registration from WB Dental Council প্রয়োজন। এছাড়াও আবেদনকারীর বয়স হতে হবে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

Municipality Account Manager, NUHM পদে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা B.Com‌ এর পাশাপাশি accounts, proficiency in Tally and MS Office ২ বছরের অভিজ্ঞতা। আবেদনের বয়স সীমা রয়েছে ২১ থেকে ৪০ বছর।

আবেদন পদ্ধতি:

সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। ‌ অনলাইনে আবেদনের জন্য দুটি ওয়েবসাইট জারি করা হয়েছে। http://www.wbhealth.gov.in/Recruitment এবং https://hr.wbhealth.gov.in
ওয়েবসাইটে প্রবেশ করে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ‌রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সবশেষে ডকুমেন্ট আপলোড এবং আবেদন ফি জমার পর প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। সাধারণ ক্যাটাগরি চাকরি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা এবং সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরদের আবেদন ফ্রি হিসেবে ৫০ টাকা লাগবে।

আবেদন শেষ তারিখ:

অনলাইন আবেদন প্রক্রিয়া ২৪ শে অক্টোবর থেকে শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

Official Notification Download 
Official Website Click Here

Leave a Comment