পশ্চিমবঙ্গে আঁধার সুপারভাইজার নিয়োগ হচ্ছে, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB Aadhaar Supervisor Job Recruitment

WB Aadhaar Job Recruitment : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর ভারত সরকারের আঁধার দপ্তরে (UIDAI) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আধার সেবা কেন্দ্রে অপারেটর এবং সুপারভাইজর পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতবর্ষের সকল রাজ্যে যথা- গুজরাত, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের প্রার্থীরা আধার সেবা কেন্দ্রের এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে আগামী ২৮ শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরিষ প্রার্থীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা- পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, আবেদন শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। WB Aadhaar Job Recruitment 

wb Aadhaar supervisor job recruitment

পদের নাম:

আধার সেবা কেন্দ্রে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় শূন্য পদের নাম হলো অপারেটর এবং সুপারভাইজর পদ।

বয়স সীমা:

আধার সেবা কেন্দ্রে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

সুপারভাইজর পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে ৩ বছরের পলিটেকনিক ডিপ্লোমা সহ দ্বাদশ উত্তীর্ণ হতে হবে অথবা ২ বছরের আইটিআই ডিগ্রি সহ দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে এই প্রার্থীদের অবশ্যই কোনো UIDAI প্রত্যয়িত সংস্থা থেকে আধার অপারেটর কিংবা সুপারভাইজর সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও আবেদনকারী কে কম্পিউটারের দক্ষতা এবং ডেটা এন্ট্রিতে দক্ষতা থাকতে হবে।

মাসিক বেতন:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের রাজ্য সরকারের বেতন স্কেল অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হয়। বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

Recruitment Department Aadhaar Department 
Post NameSupervisor and Others
Age LimitNot Mentioned
Application ProcessOnline
Application Deadline28 February

আবেদন পদ্ধতি:

জেলাভিত্তিক নিয়োগের জন্য অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে দেখে যাচাই-বাছার মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতা যাবতীয় তথ্য প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ পর্যায়ে আবেদনপত্র জমার মাধ্যমে সম্পূর্ণ হবে।

WB Land Reform Department Job Recruitment, Apply Now for Clerk and Others Posts

প্রয়োজনীয় নথিপত্র:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের পরিচয় পত্র হিসেবে যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে, জন্ম প্রমাণপত্র হিসেবে তথ্য প্রদান করতে হবে। শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। এছাড়াও সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার প্রদান করতে হবে।

আবেদন শেষ তারিখ:

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য কমন সার্ভিস সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। অফিসিয়াল ওয়েবসাইডে ভিজিট করে বিস্তারিত তথ্য যাচাই-বাছের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

Official NotificationDownload
Official WebsiteClick Here
RECENT JOB
RECENT JOB

RecentJob.IN is online job news portal that helps job aspirant to find any job news nearest of his/her. So do follow us regularly and join us in TELEGRAM & WHATSAPP also. THANK YOU