ONGC-তে মাধ্যমিক পাশে ২২৩৬ ছেলে মেয়ে নিয়োগ, এখনই আবেদন করে ফেলুন -বিস্তারিত পড়ুন

Ongc job recruitment

ONGC অর্থাৎ অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন তরফে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ‌আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ‌ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ONGC উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম সহ মুম্বাই জোনে মোট ২২৩৬ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের সকল চাকরি প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।‌ আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা চলবে আগামী কিছুদিন। ONGC Job Recruitment

এই নিয়োগ প্রক্রিয়ায় টেকনিক্যাল সহ একাধিক নন টেকনিক্যাল পদ রয়েছে তাই মোটামুটি রাজ্যের সকল চাকরি প্রার্থীরাই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। আজকের প্রতিবেদনে ONGC কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – শূন্য পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো।

শূন্য পদ:

ONGC কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন, এখানে মূলত Accounts Executive, Electrician, Computer Operator, Fitter সহ অন্যান্য একাধিক পদে নিয়োগ করা হবে।

মোট পদের সংখ্যা:

উপরে উল্লেখিত ONGC একাধিক পদে শুন্য পদ ভিন্ন রয়েছে, সব মিলিয়ে এখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ২২৩৬ টি।

বয়স সীমা:

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণী চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। সিডিউল কাস্ট এবং সিডিউল ট্রাইভ চাকরি প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে ৫ বছরের বয়সের ছাড় পাবেন অন্যদিকে obc চাকরি প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে ৩ বছরের বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন:

Graduate Apprentice পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বেতন রয়েছে ৯,০০০ টাকা প্রতিমাস। Diploma Apprentice পদে আবেদনকারী চাকরি প্রার্থীর বেতন রয়েছে প্রতিমাসে ৮,০৫০ টাকা। Trade Apprentice: পদে আবেদনকারী চাকরি প্রার্থীর মাসিক বেতন ৭,০০০ হাজার থেকে ৮,০৫০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

Library Assistant পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। Front Office Assistant পদে আবেদনকারী চাকরিপ্রার্থীর কোন স্বীকৃত বিদ্যালয় থেকে যেকোনো শাখায় ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। Computer Operator and Programming Assistant পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের COPA ট্রেড ITI সার্টিফিকেট প্রয়োজন।

Electrician, Fitter, Welder, and Other Trades আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা এবং সার্টিফিকেট ‌প্রয়োজন। Graduate Apprentices পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের Commerce, Engineering এ ব্যাচেলার ডিগ্রী প্রয়োজন। Diploma Apprentices পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স প্রয়োজন।

আবেদন পদ্ধতি:

নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। তার জন্য চাকরিপ্রার্থীদের ONGC অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে।

আবেদন শেষ তারিখ:

ইংরেজি ৫ অক্টোবর ২০২৪ তারিখ থেকে এই আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ইংরেজী ২৫ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।

চাকরি প্রার্থীদের বাছাই প্রক্রিয়া:

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বাছার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার নথিপত্র যাচাই করা হবে। যোগ্যতা অনুযায়ী চাকরিপ্রার্থীদের মেরিট লিস্ট তৈরি করা হবে। মেরিট লিস্টে যারা এগিয়ে থাকবেন তাদের পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডাকা হবে।

Official Notification Download 
Official Website https://ongcindia.com/web/eng

Leave a Comment