LATEST JOB

ফ্রীতে ট্রেনিং সঙ্গে মাসে মাসে ৭০০০ টাকা, সুযোগ হাতছাড়া না করে আবেদন করুন – LIC Internship Job Scheme

Published by

সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করে মাসিক ২৮,০০০ টাকা পেতে চাইলে আজকেই আবেদন করুন। এই সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রয়াত্তর সংস্থা LIC অর্থাৎ লাইফ কর্পোরেশন অফ ইন্ডিয়া। যেখানে বলা হয়েছে কনসালটেন্ট ইন্টার্ন পদে ইন্টার্নশিপ ট্রেনিং-এর মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। ট্রেনিং এর মেয়াদ রয়েছে মাত্র ৬ মাস।

এছাড়াও ট্রেনিং শেষে সার্টিফিকেটের অন্যান্য সুবিধা রয়েছে। LIC বর্তমান চেয়ারম্যান এম. কুমার বলেন দেশ জুড়ে প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে তবে তাদের কাজের দক্ষতার অভাব। প্রথাগত শিক্ষায় কারিগরি বিদ্যার উপর বেশ জোর দেওয়া হয় না, তাই এই সমস্ত যুবক-যুবতীদের কোম্পানি সহজে গ্রহণ করতে চান না। তবে LIC সম্পূর্ণ বিনামূল্যে এই সমস্ত যুবক-যুবতীদের ট্রেনিং এর মাধ্যমে যোগ্য করে তুলে নিয়োগ দিতে চলেছে। নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইলে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

• LIC আসলে কি?

LIC হলো ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কোম্পানি। এটি ১৯৫৬ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। ‌ প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে ভারতবর্ষের জুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে এর শাখা এবং এজেন্ট ভারতবর্ষের সকল ছোট বড় শহর এবং অত্যন্ত গ্রাম অঞ্চলে রয়েছে। দেশজুড়ে একাধিক চিটফান্ড কোম্পানি যখন সাধারণ জনগণের টাকা লুট করছে ঠিক সেই সময় LIC তাদের কর্তব্য পরায়ণের জন্য খ্যাতি অর্জন করেছে। তাই পরবর্তীকালে ভারত সরকার LIC কে নিজেদের অধীনে নিয়ে নেন। LIC মূল লক্ষ্য হলো ভারতবর্ষের মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর মানুষদের মধ্যে জীবন বীমা পৌঁছে দেওয়া যাতে তারা আর্থিকভাবে সচ্ছল হতে পারে। ‌LIC মাধ্যমে জীবন বীমার সুবিধা পেয়ে ভারতে প্রচুর লোক আর্থিকভাবে লাভবান হয়েছে।

• ট্রেনিং লোকেশন:

LIC যুবক-যুবতীদের জন্য ৬ মাসের ইন্টার্নশিপ এর যে ব্যবস্থা করেছেন, এই ইন্টার্নশিপ লোকেশন রয়েছে দিল্লি। যেহেতু বাড়ির বাইরে থেকে ট্রেনিং সম্পন্ন করা হবে তাই ট্রেনিংয়ে অংশগ্রহণকারী প্রার্থীদের সপ্তাহিক ৭০০০ টাকা দেওয়া হবে।

• ট্রেনিং সময়কাল:

এই ইন্টার্নশিপ জন্য ৬ মাস সময়কাল ধার্য করা হয়েছে। ইন্টার্নশিপ অংশগ্রহণকারী যুবক-যুবতীদের ট্রেনিং শেষ না হওয়া পর্যন্ত দিল্লি থাকতে হবে।

• স্টাইপেন্ড সুবিধা:

ট্রেনিংয়ে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের স্টাইপেন্ড ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রতি সপ্তাহে ৭,০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও ইন্টার্নশিপ শেষে প্রার্থীদেরকে সার্টিফিকেট ও লেটার অফ রিকমেন্ডেশন প্রদান করা হবে যা পরবর্তীকালে অন্যথা চাকরি পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে।

• আবেদন প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য, আগ্রহী প্রার্থীদের LIC অফিসে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়ার প্রথমে আবেদনকারীর রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীকালে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। আবেদন চলাকালীন আবেদনকারির সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পরিচয় পত্র নথি পাত্র প্রয়োজন।

• আবেদন শেষ তারিখ:

আবেদন প্রক্রিয়া আগামী ১০ই নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত চলবে। তাই এখনো আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ না করে থাকলে শেষ তারিখের আগে আবেদন পত্রটি সাবমিট করুন। আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।

Official Website Click Here
Online Application Click Here

Recent Posts

This website uses cookies.