LATEST JOB

উচ্চ মাধ্যমিক পাশে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি, ট্রেনিং চলাকালীন মাসে 7000 স্টাইপেন্ড – Jute Corporation Recruitment by Training

Published by

Recruitment_2024_03

Jute Corporation Recruitment By Training : কলকাতা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে তরফে  বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি আবেদনকারীরা প্রতিমাসে ৭০০০/- স্টাইপেন্ড পাবেন। এছাড়াও প্রশিক্ষণ শেষে চাকরির গ্যারান্টি রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের সকল উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই আপনি যদি জুট কর্পোরেশনের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তাহলে অতিসত্বর প্রতিবেদনের নির্দেশ অনুযায়ী আবেদন করুন। নিম্নে কলকাতা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফে বিনামূল্যে জুট মিল প্রশিক্ষণের যে ব্যবস্থা করা হয়েছে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

• ইমপ্লয়মেন্ট নং:
কলকাতা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে জুট মিলে প্রশিক্ষণের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার এমপ্লয়মেন্ট নং হল 03/2024

• নিয়োগকারী সংস্থা:
এই প্রশিক্ষণের সমস্ত নিয়োগ প্রক্রিয়া টি Jute Corporation of India Ltd তরফে সম্পূর্ণ করা হবে।

আবেদন যোগ্যতা:
প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতার প্রয়োজন। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সকল প্রার্থীরা গত ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, সেই সকল আবেদনকারীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

• মোট শূন্যপদ:
সর্বমোট ২০ জন ভাগ্যবানের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এদের মধ্যে SC‌ ক্যাটাগরির জন্য রয়েছে ১ টি, ST ক্যাটাগরি জন্য রয়েছে ১ টি, OBC (NCL) ক্যাটাগরির জন্য রয়েছে ৭ টি, EWS ক্যাটাগরির জন্য রয়েছে ২ টি এবং UR অর্থাৎ জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে ৯ টি‌ শূন্যপদ।

• বয়স সীমা:
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। এই বয়সের হিসাব করা হবে ১ সেপ্টেম্বর, ২০২৪ সাল অনুযায়ী। বয়সের ক্ষেত্রে বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

• স্টাইপেন্ড:
যে সকল প্রার্থীরা এই প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চলেছে, তাদের প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে ৭০০০ টাকা করে দেওয়া হবে। তাই প্রশিক্ষণের পাশাপাশি স্টাইপেন্ড পেতে জুট মিলে এই প্রশিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

• প্রশিক্ষণের সময়সীমা:
জুট মিলের প্রশিক্ষণ ১২ মাস বা ১ বছর সময়সীমার মধ্যে দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে জুট মিলে কাজের সুযোগ রয়েছে।

আরও পড়ুন :রাজ্য স্বাস্থ্য দপ্তরে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে আবেদন করুন -WB Government Health Recruitment

• নিয়োগ পদ্ধতি:
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যেহেতু মোট শূন্য পদের অধিক আবেদনপত্র জমা পড়ছে। তাই প্রার্থী বাছাই ক্ষেত্রে কিছু পন্থা অবলম্বন করতে চলেছে। তবে বাছাইয়ের জন্য কোন রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার Overall Percentage এর উপর ভিত্তি করে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

• আবেদন পদ্ধতি:
আবেদনটি মূলত অনলাইনে মাধ্যমেই সম্পূর্ণ করতে হবে। তার জন্য আবেদনকারী কে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন এবং আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। পরবর্তীকালে সেই আবেদন পত্রটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা নিম্নে উল্লেখ করা হলো।

আরও পড়ুন : ঘরে বসে গুগল থেকে আয় করুন হাজার হাজার টাকা। দেখুন বিস্তারিত। 

• আবেদন পাঠানোর ঠিকানা:
আগ্রহী চাকরি প্রার্থীরা তাদের আবেদন পত্র টিকে সুন্দরভাবে পূরণ করে, তার সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলো যুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাবেন।
Chief Manager (HR) the Jute Corporation of India Limited, Patsan Bhawan, 3rd & 4th floor, Block CF, Newtown, Kolkata- 700156

• আবেদন শেষ তারিখ:
আবেদন প্রক্রিয়া আগামী ইংরেজি ২১ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত চলবে। তাই এখনো যে সকল আগ্রহ প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি, তারা আগামী একুশে অক্টোবরের মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করুন।

অফিসিয়াল নোটিশ ডাউনলোড
অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন

Recent Posts

This website uses cookies.