রাজ্যে Rupashree প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ২৩ জেলা থেকে আবেদন করুন –

Rupashree Recruitment : পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। আমরা সকলে জানি রাজ্য সরকার বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্পের উদ্ভাবন করেছেন সেই সঙ্গে সঙ্গে সেই সমস্ত প্রকল্পগুলি পরিচালনার জন্য নতুন নতুন কর্মী নিয়োগ করেই চলেছেন। এবার রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এই রূপশ্রী প্রকল্পের কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন করা যাবে। তবে এই ক্ষেত্রে আরো কিছু উপযুক্ত যোগ্যতার প্রয়োজন রয়েছে।

rupashree

রুপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিস্তারিত (WB Government Rupashree Scheme Recruitment) 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের অধীনে অর্থাৎ রূপশ্রী প্রকল্পের সংশ্লিষ্ট পদের জন্য আবেদন জানাতে চাই তারা পুরুষ কিংবা মহিলা উভয় হতে পারে। যদি আপনি আগ্রহী হয়ে থাকেন এবং সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন। রূপশ্রী প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন কিভাবে নিয়োগ করা হবে অথবা যোগ্যতায় কি লাগবে তা নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

প্রথমে আসা যাক শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত ( WB Government Rupashree Accountant Recruitment) 

রুপশ্রী প্রকল্পের অধীনে যে পদে নিযুক্ত করা হবে তার নাম হলো একাউন্টেন্ট বা হিসাব রক্ষক।

রাজ্য প্রশাসনিক বিভাগে ডাটা এন্ট্রির কাজে প্রচুর কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন -Data Entry Operator

রুপশ্রী প্রকল্পে আবেদন করতে প্রার্থীদের যোগ্যতা কি লাগবে ( WB Government Rupashree Recruitment Eligibility Criteria) 

প্রাথমিকভাবে রূপশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স থাকা চাই সর্বনিম্ন ১৮ বছর এবং এর উর্ধ্বে সর্বাধিক ৪০ বছর পর্যন্ত প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের কমার্সে গ্রাজুয়েট পাস করতে হবে। এছাড়াও যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন।

Recruitment OrganisationWB Govt Rupashree Scheme
Name Of PostAccountant
Age Limit18-40 Years
QualificationB.Com
SalaryAs per Notification

রুপশ্রী প্রকল্পের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন পদ্ধতি ( Application Process Of Rupashree Recruitment) 

রুপশ্রী প্রকল্পের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করে।

  1. প্রথমত প্রার্থীদের একটি আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে যা অফিশিয়াল নোটিশের সঙ্গে দেওয়া রয়েছে
  2. এরপর ওই আবেদন পত্রটি ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে
  3. আবেদনপত্রের যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে
  4. এরপর ওই আবেদন পত্রের সঙ্গে সমস্ত জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি দিতে হবে
  5. সবশেষে আবেদন পত্রটি একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে

 

আবেদন করার তারিখ সমূহ : প্রার্থীদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে ২৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৪ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।

রাজ্য স্বাস্থ্য দপ্তরে DEO পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি – WB Health Job Recruitment

রূপসী প্রকল্পের কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি ( WB Government Rupashree Scheme’s Recruitment Process)  

যে সকল চাকরিপ্রার্থীরা সফলভাবে আবেদন করবেন এবং উপযুক্ত যোগ্যতার অধিকারী হবেন তাদের এক্ষেত্রে মোট তিনটি পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হবে।

  • প্রথমত লিখিত পরীক্ষা
  • দ্বিতীয় তো কম্পিউটার যোগ্যতা
  • এবং শেষে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ পদ্ধতি সমাপ্ত করা হবে
Rupashree Scheme Application ProcessOffline Mode
Last date of Application24 October 2024
Recruitment ProcessWritten Exam , Computer Test, Interview

যদি আপনি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাহলে আবেদন করার পূর্বে অবশ্যই আরো বিস্তারিত জেনে নিবেন। আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে এবং আবেদন পত্র ডাউনলোড করতে অবশ্যই অফিসের মধ্যে ডাউনলোড করবেন নিচ্ছে তার লিংক দেওয়া হলো।

Official Notification Download 
Official Website Click Here
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment